খিদিরপাড়া ইউনিয়ন পরিষদ
লৌহজং , মুন্সীগঞ্জ।
মেমো নং- তারিখ-১৫.০৭.২০১১ ইং
কাবিখা/ঞজ কমিটি দ্বারা বাস্তবায়নের জন্য প্রস্তাবিত প্রকল্পের তালিকা
১) বাসুদিয়া মোল্লা বাড়ি থেকে চেয়ারম্যান বাড়ি হয়ে বাসুদিয়া পাঠান বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ।
২) বাসুদিয়া সরদার বাড়ি থেকে বাসুদিয়া কারি মনিরুজ্জামানের বাড়ি হয়ে বাসুদিয়া প্রাইমারী বিদ্যালয় পর্যন্ত— রাস্তা নির্মাণ।
৩) বাসুদিয়া মুসূল্লী বাড়ি হইতে রশিদ দেওয়ান এর বাড়ি হয়ে বাসুদিয়া দেওয়ান বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ।
৪) বাসুদিয়া পিংগনালী রাস্তা হইতে শুভরিয়া রনজিৎ সরকারের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ।
৫) বাগবাড়ী সুলতান খান সাহেবের বাড়ী থেকে রশিদ মেম্বারের বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ।
৬) গাংচিল বাস ষ্টান্ড থেকে কাজিরগাঁও শিকদার বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ।
৭) ফুলকুচি প্রাথমিক বিদ্যালয় থেকে ফুলকুচি রাস্তা পর্যন্ত রাস্তা নির্মাণ।
৮) ফুলকুচি কমিউলিটি ক্লিনিক থেকে রসকাটি মসজিদ পর্যন্ত রাস্তা নির্মাণ।
৯) বাসুদিয়া পিংগনালী রাস্তা হইতে রামনগর কাঠেরপুল পর্যন্ত রাস্তা পূন:নির্মাণ।
১০) হুগলী বাজার থেকে হুগলী বিদ্যালয় পর্যন্ত রাস্তা নির্মাণ।
১১) ঘাসভোগ দিগম্বরী বিলের রাস্তা নির্মাণ।
১২) ধাইরপাড়া খালপাড় থেকে ধাইরপাড়া কবরস্থান হয়ে গলিইয়া খোলা পর্যন্ত— রাস্তা নির্মাণ।
১৩) মালনী প্রাথমিক বিদ্যালয় থেকে সীমা বাগ পর্যন্ত রাস্তা নির্মাণ।
১৪) কলার বাগ কমিউনিটি ক্লিনিকের রাস্তা পূন: নির্মাণ।
১৫) মিঠুসার মনির মল্লিকের বাড়ির সমানে রাস্তা নির্মাণ।
১৬) বাসুদিয়া খারাকান্দি জামে মসজিদ হইতে মাঝি বাড়ি জামে মসজিদ পর্যন্ত রাস্তা নির্মাণ।
১৭) বাসুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ উন্নয়ন।
১৮) বাগবাড়ী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের মাঠ উন্নয়ন।
১৯) খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ উন্নয়ন।
২০) রসকাটি (উত্তর) জামে মসজিদ উন্নয়ন।
২১) নয়াবাড়ি জামে মসজিদ উন্নয়ন।
২২) নয়াবাড়ি রাস্তা নির্মাণ।
২৩) বাসুদিয়া মাঝপাড়া মসজিদ উন্নয়ন।
২৪) বাসুদিয়া শ্বশ্নান উন্নয়ন।
২৫) বাসুদিয়া মন্নানমুন্সী সাহেবের বাড়ির রাস্তা নির্মাণ।
২৬) খিদিরপাড়া বংখিরা রাস্তা পুণঃ নির্মাণ।
২৭) বংখিরা হাওলাদার বাড়ির রাস্তা নির্মাণ।
চেয়ারম্যান
খিদিরপাড়া ইউনিয়ন পরিষদ
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS